![]() |

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে বাইমাইল প্রিমিয়ার লীগ সিজন-৫ এর ফাইনাল খেলা। শুক্রবার (২৭ ডিসেম্বর) কোনাবাড়ী থানাধীন বাইমাইল ঈদগা মাঠে বাইমাইল সবুজ সংঘের আয়োজনে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রতিদ্বন্ধীতা করেন ঊষার আলো ক্রিড়া চক্র বনাম এম আর এস চ্যালেঞ্জার্স। খেলায় উষার আলো ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ২১১ রান সংগ্রহ করে। জবাবে এম আর এস চ্যালেঞ্জার্স ৮ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য মাত্রায় পৌঁছায়। এফ এম আর এস চ্যালেন্জার্স ৫ উইকেটে জয়ী হয়।
খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান সরকার। এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন ১২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হাশেম মোল্লা বাইমাইল সবুজ সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হাদী সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। খেলা উদ্বোধন করেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমজাদ হোসেন সরকার এবং বিশিষ্ট ব্যবসায়ী মো: এমারত হোসেন দিপু।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক আর খারাপ চিন্তা থেকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যুবকদের মেধাবিকাশে ভূমিকা রাখে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| গাজীপুরে ’বাইমাইল প্রিমিয়ার লীগ সিজন-৫’ ফাইনাল খেলা অনুষ্ঠিত https://corporatesangbad.com/497525/ |