সচিবালয়ে আগুন: প্রাথমিক তদন্ত প্রতিবেদন ৩ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

Posted on December 26, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এই ঘটনার সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত রিপোর্ট চায় সরকার। এ বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে ৩ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উচ্চপর্যায়ের তদন্তদল গঠন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং তিনজন বুয়েটের বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন হয়েছে।

তিনি আরও বলেন, ‘সবাই যার অবস্থান থেকে বলছেন। নানান প্রশ্ন উঠছে। যেসব সাংবাদিক আগে আগে ঘটনাস্থলে গেছেন, তাদের কাছে যদি এমন কোনো ফুটেজ থেকে থাকে যেগুলো আমাদের চোখ এড়িয়ে গেছে, তারা সে ফুটেজ দিয়ে তদন্ত কমিটিকে সহযোগিতা করবেন। সব প্রশ্নের ‍যদি আমরা আমাদের মত করে দেই তাহলে তদন্ত কমিটির দরকার থাকবে না। যার যা তথ্য আছে সেটা তদন্ত কমিটিকে দেয়া হবে।’

আওয়ামী লীগের সমর্থক ও আমলাদের ছাড় দেয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তি বা কর্মকর্তা দোষী সাব্যস্ত হলে ছাড় দেয়া হবে না। প্রশাসনের গতি ঠিক রেখে ঢেলে সাজানোর কাজও চলছে।

এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে গেছে। সেখানে অনেক অর্থ লোপাটের নথিপত্র ও তদন্তের ফাইলপত্র ছিল।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।