ড্রাম ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ৩

Posted on December 26, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবাহী ড্রাম ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ফাতেমা আক্তার (৬০) নামে এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ অপর তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে গফরগাঁও-ভালুকা সড়কের গন্ডগ্রাম-বখুরা বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার উপজেলার বখুরা গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী।

আহতরা হলেন অটোরিকশা চালক নয়ন মিয়া (৪৫), যাত্রী সেলিনা আক্তার (৫০), টুনি আক্তার (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের গন্ডগ্রাম-বখুরা বাইপাশ মোড়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফাতেমা আক্তার নিহত হন এবং অটোরিকশা চালকসহ অপর তিন যাত্রী গুরুতর আহত হন। এ সময় ড্রামট্রাক চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ এসে লাশ উদ্ধার করেন এবং ঘাতক ট্রাকটি জব্দ করেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম বলেন, ‘ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।