দর বৃদ্ধির শীর্ষে এইচআর টেক্সটাইল

Posted on December 26, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচআর টেক্সটাইলের শেয়ারদর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। এতে শেয়ারবাজারে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ১৮৭ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এইচআর টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের দিনের তুলনায় ৭ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৭৭ শতাংশ শেয়ার দর বেড়ে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বিকন ফার্মা আর ২ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৭৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লিগাসি ফুটওয়ার লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ৪ দশমিক ৩১ শতাংশ, আল আরাফাহ ইসলামি ব্যংকের ৪ দশমিক ২৫ শতাংশ, গোল্ডেন সনের ৪ দশমিক ১০ শতাংশ ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাইয়ের ৩ দশমিক ১৬৭ শতাংশ দর বেড়েছে।