আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ ৩ চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বার উদ্ধারসহ তাদেরকে আটক করে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বুধবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা সাড়ে ৪টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় ৬ বিজিবি।
আটককৃত ৩ জন হলেন- চুয়াডাঙ্গার দর্শনা শ্যামপুরের মমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫), একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রেলস্টেশন এলাকায় অ্যাম্বুশ করে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি টহলদল ট্রেন থেকে নামা সন্দেহভাজন ৩ স্বর্ণ চোরাকারবারীকে ঘোরাফেরা করতে দেখলে তাদের গতিরোধ করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে টহল দল তাদেরকে আটক করে। বিজিবির জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারীদের হেফাজতে থাকা ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, এ ঘটনায় নায়েক জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিদের থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় ১৪টি সোনার বারসহ ৩ যুবক আটক https://corporatesangbad.com/497306/ |