মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বাইবেল পাঠ করে ও বাংলাদেশের সকল মানুষের মঙ্গল কামনায়’ প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
বড়দিন উপলক্ষে উপজেলায় বড় নিজামপুর ইউনিয়ান ও উলশী ইউনিয়ানের উলাশীতা রানী মরিয়ার গির্জাসহ উপজেলার সব গির্জায় ছিল নানা আয়োজন। সাজানো হয় ফুল, জরি, আলোকসজ্জা এবং ক্রিসমাস পুতুল দিয়ে। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
উলাশীতা রানী মরিয়াম গির্জার আলোচনায় অংশ নেন ফাদার দানিয়েল মন্ডল। এ সময় তিনি যিশু খ্রিস্ট্রের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রার্থনায় আশা সন্ধ্যা দাস বলেন, সারা বছর যেন সবাই ভালো থাকি এবং সুস্থ থাকি এ প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে। কেয়া দাস বলেন, আজ সারাদিন প্রিয়জনদের শুভেচ্ছা জানাব, ভাল খাওয়া দাওয়া ও ঘোরাঘুরি করে সময় কাটাব।বছরের প্রতিটি দিন প্রিয়জনদের সঙ্গে ভালোভাবে কাটানোর প্রত্যাশা করি।
গির্জার সভাপতি সলমন দাস, সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল, শিমসন সরকার, মার্ক দাস, লাভলু সরকার, যাকির মন্ডল, ভেবুনিকা মন্ডল, কেয়া দাস, মেরি মন্ডল, সন্ধ্যা দাস প্রমুখ প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত https://corporatesangbad.com/497275/ |