৭০০ কোটি আয় করা প্রথম হিন্দি সিনেমা ‘পুষ্পা ২’

Posted on December 25, 2024

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে নজিরবিহীন রেকর্ড তৈরি করেছে। সেই তালিকায় আরও একটি যোগ করেছে। ফিল্ম বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, সুকুমারের তেলেগু অ্যাকশন থ্রিলার ছবির ডাব করা হিন্দি সংস্করণটি ভারতীয় বক্স অফিসে ৭০০ কোটি আয় করার প্রথম হিন্দি ছবি হয়ে উঠেছে। এমনকি ডোমেস্টিক বক্স অফিসে এটি আলাদাই মাইল ফলক গেঁথেছে।

এর আগে ২০০৮ সালে এআর মুরুগাদোসের 'গজনি'। প্রধান চরিত্রে অভিনয় করেন আমির খান। এই ছবি ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি আয় করা প্রথম হিন্দি ছবি উঠেছিল। এটি মুরুগাদোসের ২০০৫ সালের একই নামে তামিল ভাষায় মুক্তি পেয়েছিল। গজনির ঠিক আগে, শাহরুখ খান অভিনীত ফারাহ খানের ২০০৭ সালের পুনর্জন্মের গল্প ওম শান্তি ওম, ভারতে ৯০ কোটি আয় করার প্রথম হিন্দি চলচ্চিত্র হয়ে ওঠে, তারপরে পরের বছর অক্ষয় কুমার অভিনীত বিপুল শাহের কমেডি সিং ইজ কিং।

উল্লেখ্য, পুষ্পা ২-এর পদপিষ্টের ঘটনার মামলা চলছে। মঙ্গলবার সকালে সেই মামলার সূত্রে অল্লু যখন হায়দরাবাদের থানায় হাজিরা দিয়েছেন, তখনই খবর মিলেছে তাঁর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হয়েছে।

শুরুটা ডিসেম্বরের শুরুতে। গত ৪ ডিসেম্বর রাতে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন অভিনেতা। অল্লুর সঙ্গে ছিলেন স্ত্রী এবং দুই সন্তান। নায়ককে দেখতে ভিড়ে ঘটে যায় একটি দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তাঁর আট বছরের ছেলেকে। ওই ঘটনার প্রেক্ষিতে অল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিস।