কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৪২

Posted on December 25, 2024

আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানের আকতাউ শহরে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন। বিমানটিতে ৬৭ যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়। এ ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধার হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সংবাদ সংস্থা এএফপির বরাতে এনডিটিভির খবরে এমনটি বলা হয়েছে। বেঁচে যাওয়াদের মধ্যে ২২ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজাখস্তানের জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ৪২ জন নিহত হয়েছে।

বিমানটি আজারবাইজান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ, যেখানে ৬২ যাত্রী ও ৫ ক্রু ছিলেন। এটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাচ্ছিল।

গন্তব্যে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজটিকে আকতাউ, যা প্রায় ১৮০০ কিলোমিটার দূরে, সেখানে পুনর্নির্দেশ করা হয়। তবে, আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পৌঁছানোর সময় একটি অজানা সংকটের কারণে জরুরি অবতরণের অনুরোধ করা হয়। দুঃখজনকভাবে, উড়োজাহাজটি আর বিমানবন্দরে পৌঁছাতে পারেনি।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি পাখির ঝাঁকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, যা স্টিয়ারিং ত্রুটি এবং/অথবা একটি ইঞ্জিনের ক্ষতির কারণ হতে পারে। পাইলটরা গতি ও উচ্চতা পুনরুদ্ধারের চেষ্টা করেন, কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেনি।

উড়োজাহাজটি বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভেঙে পড়ে। ভয়াবহ ভিডিওতে দেখা গেছে, এটি দ্রুত উচ্চতা হারিয়ে মাটিতে আছড়ে পড়ে, আগুন ধরে যায় এবং টুকরা টুকরা হয়ে যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওর মধ্যে একটি ভিডিওতে পাইলটের লড়াইয়ের দৃশ্য দেখা যায়।

বিএনও নিউজ লাইভ পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, মাঝেমধ্যে উড়োজাহাজটি সাময়িকভাবে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল এবং উচ্চতা বাড়িয়েছিল, কিন্তু এরপর ভয়ঙ্করভাবে দুর্ঘটনা ঘটে।

আড়াই মিনিটের ভিডিওর মধ্যে মাত্র ৩৬ সেকেন্ডে জেটটি তীব্র ডাইভে যায়, ডানদিকে ঝুঁকে মাটিতে আঘাত হানে, আগুন ধরে যায় এবং টুকরা টুকরা হয়ে যায়।

দুর্ঘটনাস্থলের ছবি এক ভয়াবহ দৃশ্য তুলে ধরেছে। ফিউজলেজ ও টেইলের অংশ একটি দূরবর্তী ও ধুলোমাখা মাঠে ছড়িয়ে পড়ে, যেখানে একটি সরু মাটির রাস্তা জিগজ্যাগভাবে পড়ে থাকে।

কাজাখ সংবাদ সংস্থা ওআরডিএ শেয়ার করা একটি ভিডিওতে কিছু জীবিত ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনতে দেখা গেছে। এক বৃদ্ধকে মাথায় রক্তমাখা অবস্থায় হোঁচট খেতে দেখা যায়, আরেকটি দৃশ্যে সাদা কোট পরা এক তরুণীকে ধ্বংসাবশেষের আশপাশে হতভম্বভাবে ঘুরতে দেখা যায়।

একই ভিডিওতে এক কিশোরকে, যার জ্যাকেট রক্ত ও মাটি মাখা, একজন জরুরি সেবা কর্মী সাহায্য করতে দেখা যায়। দূরে উড়োজাহাজের অন্য অর্ধেক অংশ তখনও জ্বলতে দেখা যায়।