কোনাবাড়িতে আগুনে পুড়ল দু’কলোনির ৬২টি রুম

Posted on December 25, 2024

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ী নীলনগর এলাকায় আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ৬২টি রুম। মঙ্গলবার রাত পোনে ১২টার দিকে কলোনিতে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ি মডেল ফায়ার সার্ভিস এর স্টেশন ইন্সপেক্টর সাইফুল ইসলাম।

তিনি জানান, একটি কলোনিতে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পাশের অন্য কলোনিতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কোনাবাড়ি মডেল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চন্দ্রা থেকে দুটি ইউনিট মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় দুটো কলোনির ৬২টি রুমের ৬২টি পরিবারের রুমে থাকা সম্পূর্ণ মালামাল আগুনে পুড়ে যায়।