গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ী নীলনগর এলাকায় আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ৬২টি রুম। মঙ্গলবার রাত পোনে ১২টার দিকে কলোনিতে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ি মডেল ফায়ার সার্ভিস এর স্টেশন ইন্সপেক্টর সাইফুল ইসলাম।
তিনি জানান, একটি কলোনিতে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পাশের অন্য কলোনিতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কোনাবাড়ি মডেল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চন্দ্রা থেকে দুটি ইউনিট মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় দুটো কলোনির ৬২টি রুমের ৬২টি পরিবারের রুমে থাকা সম্পূর্ণ মালামাল আগুনে পুড়ে যায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কোনাবাড়িতে আগুনে পুড়ল দু’কলোনির ৬২টি রুম https://corporatesangbad.com/497220/ |