আজ সিলেট মাতাবেন জেমস-আসিফ

Posted on December 25, 2024

বিনোদন ডেস্ক : সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় বিপিএল ভেন্যু শের-ই বাংলা স্টেডিয়ামকে সুরের মূর্ছনায় ভাসিয়েছেন পাকিস্তানের বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সঙ্গে ছিলেন দেশের শিল্পী রাফা এবং তার দল ‘এভোয়েড রাফা’। স্টেজ মাতিয়েছেন হালের ক্রেজ জেফার, মুজা ও সঞ্জয়।

প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবারে সেটাকে তিন ভেন্যুতেই ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। একদিন বিরতি দিয়ে বিপিএলের মিউজিক ফেস্টের গন্তব্য এবার চায়ের দেশ সিলেটে। বিপিএলের অন্যতম ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সেখানেই হবে সঙ্গীতের উৎসব। তবে বিপিএল মিউজিক ফেস্টের সিলেট পর্বে থাকছেন না রাহাত ফাতেহ আলি খান।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে গানের সুরে মাতাবেন নগর বাউল জেমস, আসিফ আকবর, মুযা ও সঞ্জয় ও তোশিবা।

সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা।

দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে স্টেডিয়ামের প্রবেশ পথ। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি ও স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।