ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

Posted on December 24, 2024

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং খুলনার একটি হোটেলে শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ সারোয়ার মোস্তাফা আবুল উলায়ী ও খুলনার আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী বক্তব্য দেন। খুলনা অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও ম্যানেজার অপারেশন এবং উপশাখা ইনচার্জ সভায় উপস্থিত ছিলেন।