অন্তর্বর্তীকালীন লভ্যাংশ পাঠিয়েছে ম্যারিকো

Posted on December 24, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের কাছে অন্তবর্তী নগদ লভ্যাংশ পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পনিটি বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে।

গত ২৬ অক্টোবর, কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সমাপ্ত প্রান্তিকের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪৫০% অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ২০০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২৩ সালে ৭৫০ শতাংশ নগদ, ২০২২ সালে ৮০০ শতাংশ নগদ, ২০২১ সালে ৯০০ শতাংশ নগদ ও ২০২০ সালে ৯৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।