নান্দাইলে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নিহত

Posted on December 24, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে গরুর সঙ্গে মোটরসাইকেলর ধাক্কা লেগে বিপরীতমুখী পিকআপের সঙ্গে সংঘর্ষে উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন (৩১) নামের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নান্দাইল- আঠারোবাড়ি- কেন্দুয়া সড়কের নান্দাইলের বাঁশাহাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল-মামুন কিশোরগঞ্জের গাইটাল সিধরখিলা এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল-মামুন প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের গাইটাল সিধরখিলা এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে কেন্দুয়া যাবার পথে নান্দাইল-আঠারোবাড়ি-কেন্দুয়া সড়কের নান্দাইলের বাঁশহাটি এলাকায় পৌঁছতেই সড়কে হঠাৎ একটি গরু দৌড় দিলে মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি আহত হন। পরে সেখান থেকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নান্দাইল থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।