বিনোদন ডেস্ক : অবশেষে গত ১৭ ডিসেম্বর অনন্য মামুনের ‘মেকআপ’ সিনেমাটি হলে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, অবশেষে ‘মেকআপ’ সিনেমাটি হলে মুক্তি দিতে পারছি ভালো লাগছে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তির পরিকল্পনা করছেন।
সিনেমা থেকে দৃশ্য বাদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, মাত্র ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এইটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হয় না। প্রাক্তন প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কিছু ছবি ব্যবহার করা হয়েছিলো, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। সেইসাথে কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে।
নায়িকা রিয়েলি বলেন, সিনেমাটি আমার ক্যারিয়ার প্রথম সিনেমা। অনেক আশা নিয়ে কাজ করেছিলাম। কিন্তু নানা কারণে ছবিটি সেন্সর বোর্ডে আটকে ছিল। অবশেষে মুক্তি অনুমতি পেয়েছে। আমি খুবই খুশি। এই ছবিতে আমার জার্নিটা একবারে অন্যরকম দেখতে পারবেন দর্শক। বর্তমান প্রেক্ষাপৃট এবং আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। আমি এবং রোশান ভাইকে নতুন ভাবে দেখতে পারবেন দর্শক। আশা করছি দর্শক ছবিটি পছন্দ করবেন।
‘মেকআপ’ সিনেমাটি নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে। সিনেমাটিতে চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান। চরিত্রটির নাম শাহবাজ খান। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন নায়ক জিয়াউল রোশান, পায়েল মুখার্জী, বিশ্বজিৎ মুখার্জী প্রমুখ।
নির্মাতা অনন্য মামুন চার বছর আগে নির্মাণ করেছিলেন ‘মেকআপ’ শিরোনামের সিনেমাটি। শোবিজ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছবিটি আবারও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। এবারও সিনেমা থেকে কিছু অংশ বাদ দিতে বলা হয়। নানা প্রক্রিয়া শেষে অবশেষে গত ১৭ ডিসেম্বর সিনেমাটি সিনেমা হলে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অবশেষে মুক্তির অনুমতি পেল ‘মেকআপ’ https://corporatesangbad.com/497103/ |