কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরিশাল শাখার অধীন মেহেন্দিগঞ্জ উপশাখা গত রবিবার (২২ ডিসেম্বর) বরিশালের মেহেন্দিগঞ্জে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মোঃ সরোয়ার হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখাপ্রধান মোঃ নুরুজ্জামান।
গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খোকন গাজী ও মাহবুব আলম তালুকদার, পাতারহাট বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সেলিম, সমাজসেবক মোঃ সফিকুল ইসলাম, এম সাইফুর রহমান ও গিয়াস উদ্দিন দিপেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র মোঃ কামাল উদ্দিন খান ও সৈয়দ রফিকুল ইসলাম লাবু, মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আঃ রাজ্জাক খান এবং সাংবাদিক জাহেদুল বারি খোকন। ধন্যবাদ জ্ঞাপন করেন মেহেন্দিগঞ্জ উপশাখা ইনচার্জ মোঃ রাকিবুল হাসান। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইসলামী ব্যাংকের মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন https://corporatesangbad.com/497091/ |