এআইবি ব্যাংকের সঙ্গে র‌্যডিসন ব্লু ও দি পেনিনসুলা চট্টগ্রাম হোটেলের চুক্তি

Posted on December 24, 2024

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসির সঙ্গে দেশের শীর্ষস্থানীয় পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম ও দি পেনিনসুলা চট্টগ্রাম এর মধ্যে বাই ওয়ান গেট ওয়ান (বোগো) চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং র‌্যাডিসন ব্লু’র অপারেশন ইনচার্জ জামির উদ্দিন কুরাইশী ও দি পেনিনসুলার জেনারেল ম্যানেজার সুমেধাৎ গুণবর্ধন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আযম, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মাদ সাখাওয়াত উল্লাহ্ ,শীর্ষ নির্বাহীবৃন্দ, র‌্যাডিসন ব্লু হোটেলের ম্যনেজমেন্ট প্রকিউরমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং সৈয়দ শফিকুল আলম এবং দি পেনিনসুলার সেলস এন্ড মার্কেটিং বিভাগের প্রধান কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তি অনুসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্লাটিনাম কার্ডহোল্ডাররা র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম ও দি পেনিনসুলা চট্টগ্রামে বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন।