বিপদ না আসলে কাছের মানুষ চেনা যায় না: পরীমণি

Posted on October 19, 2023

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। সেখানে পরীর সঙ্গে দেখা যায় তাঁর পুত্র রাজ্যকে। হাসপাতালের বিছানায় ছেলের সঙ্গে খেলা করতে দেখা যায় পরীমণিকে। সেখান থেকেই নতুন এক বার্তা দিলেন অভিনেত্রী। পাশাপাশি মা ও ছেলের দুটি ছবিও পোস্ট করেন তিনি।

পরীমণি লেখেন, ‘সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝে মধ্যে ছোটখাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না। একটা সময় অনেকের মতো আমারও মনে হইত কারোর কাছে আমার কোনও এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকারও নাই। এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর’ বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা’।

অভিনেত্রী লেখেন, “আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে। আমি মোটেও সেলফিস ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবৎ আমি ‘যে যেমন আমি তেমন’ লোক হওয়ার চেষ্টা করছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হইলো বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন কেবলমাত্র তখনই সুন্দর। আমি আমার স্টাফদের যত্ন,ভালোবাসা,আন্তরিকতার কাছে ঋনী।এরাই আমার পরিবার। অ্যান্টিবায়োটিকটা ভালোই কাজ করছে মনে হচ্ছে!’

এদিকে গত ১২ অক্টোবর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পরীমণি। তখন তিনি জানিয়েছিলেন, ক’দিন ধরে অসুস্থবোধ করায় হাসপাতালে যান চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেন চিকিৎসক। তারপর গত কয়েকদিন ধরে হাসপাতালেই রয়েছেন এ নায়িকা। এখনও সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেছিলেন এ নায়িকা। দীর্ঘ ২ বছর পর গত ৮ অক্টোবর ক্যামেরার সামনে আসেন তিনি। এই সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।