কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের রোগীদের জন্য শীতবস্ত্র প্রদান করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪) বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মোঃ আবুল বাশার বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের উপদেষ্টা সাইদ দিদার বখত এর নিকট শীতবস্ত্র হিসেবে কম্বল হস্তান্তর করেন।
উক্ত শীতবস্ত্র হস্তান্তরকালে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন, চিফ মেডিকেল অফিসার ডা. কবিরুল ইসলাম ও নির্বাহী পরিচালক ডা. এ কে এম একরামুল হোসাইন স্বপন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কে. এম. হারুনুর রশীদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ অফিসার মোঃ কামাল মিয়া উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
থ্যালাসেমিয়া হাসপাতালের রোগীদের শীতবস্ত্র প্রদান করল শাহ্জালাল ইসলামী ব্যাংক https://corporatesangbad.com/497029/ |