ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দক্ষিণে পল্লীতে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে সিয়াম আহমেদ (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে দু’জন।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে গফরগাঁও-বরমী সড়কের ধামাইল-উথুরী বড় মৃধাবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম আহম্মেদ উপজেলার কান্দিপাড়া বাজারে শামীম শেখের ছেলে ও ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সিয়াম আহম্মেদ মোটরসাইকেল নিয়ে গফরগাঁও বাজারের উদ্দেশে রওনা দেয়ার পরে গফরগাঁও-বরমী সড়কের ধামাইল-উথুরী বড় মৃধাবাড়ি মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সিয়াম আহম্মেদ ও অটোরিকশার অপর দু’যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গফরগাঁও হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আহত দু’জনকে চিকিৎসা দেয়া হয়।’
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত, আহত ২ https://corporatesangbad.com/497011/ |