জুন ক্লোসিংয়ে ডিজিটাল এজিএম করছে ৭১টি ‘এ’ ক্যাটাগরির কোম্পানি

Posted on December 21, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭১টি এ ক্যাটাগরির কোম্পানি তাদের জুন ক্লোসিংয়ে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করেছে। এরই মধ্যে ৪০টি কোম্পানির এজিএম ডিজিটাল প্লাটফর্মে সম্পন্ন হয়েছে। আর ৩১ কোম্পানির এজিএম এখনো সম্পন্ন হয়নি। উক্ত কোম্পানিগুলো ডিসেম্বরের মধ্যেই তাদের এজিএম ডিজিটাল প্লাটফর্মে সম্পন্ন করবে বলে জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আগামীকাল রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় ‘এ’ ক্যাটাগরির কোম্পানি বাংলাদেশ ল্যাম্পসের এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী সোমবার (২৩ ডিসেম্বর) ৪টি ‘এ’ ক্যাটাগরি কোম্পানির এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- বিকন ফার্মার এজিএম বেলা ১১টায়, জেএমআই সিরিংঞ্জের এজিএম বেলা সাড়ে ১১টায়, মেঘনা সিমেন্টের এজিএম বেলা ১১টায় ও একমি ল্যাবরেটরিজের এজিএম বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ৪টি ‘এ’ ক্যাটাগরির কোম্পানির এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর হলো- আফতাব অটোমোবাইলসের এজিএম বেলা ১১টায়, বসুন্ধরা পেপার মিলসের এজিএম বেলা ১১টায়, নাভানা সিএনজির এজিএম বেলা ১২টায় ও শাশা ডেমিন্সের এজিএম সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) ৮টি ‘এ’ ক্যাটাগরি কোম্পানির এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর হলো- এ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানির এজিএম সকাল সারে ৯টায়, আল মদিনা ফার্মাসিউটিক্যালসের এজিএম বেলা ১১টায়, জিকিউ বল পেনের এজিএম বেলা ১১টায়, হামিদ ফেব্রিকসের এজিএম বেলা ১১টায়, রংপুর ফাউন্ড্রীর সকাল সাড়ে ১০টায়, রহিমা ফুড কর্পোরেশনের এজিএম সকাল সাড়ে ১০টায়, শমরিতা হসপিতালের এজিএম বেলা ১১টায় ও ওয়াটা কেমিক্যালসের এজিএম বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ইফাদ অটোসের এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এছাড়া রবিরার (২৯ ডিসেম্বর) এ ক্যাটাগরির কোম্পানি এসিআই ফর্মুলেশন্সের সকাল ১০টায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সকাল সারে ১০টায়, ফার ইস্ট নিটিংয়ের বেলা সাড়ে ১১টায়, মুন্নু এগ্রোর এজিএম বেলা সাড়ে ১১টায় ও সামিট এলায়েন্স পোর্টের এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

সোমবার ( ৩০ ডিসেম্বর) ৬টি ‘এ’ ক্যাটাগরির কোম্পানির এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর মধ্যে- আছিয়া সি ফুডের এজিএম হবে বেলা ১২টায়, আলিফ ইন্ডাস্ট্রিজের এজিএম বিকাল ৪টায়, আমান কটন ফাইবার্সের এজিএম বেলা ১২:১০ মিনিটে, আমান ফিড লিমিটেডের এজিএম বেলা ১১ টায়, জেনেক্স ইনফোসিসের এজিএম বেলা ১১টায় ও সাইফ পাওয়ারটেকের এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘এ’ ক্যাটাগরির আমরা নেটওয়ার্কের এজিএম সকাল ১০টায় ও আমরা টেকনোলজিস লিমিটেড এর এজিএম ডিজিটাল প্লাটফর্মে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। গত ৫ বছর ধরে পুঁজিবাজারে এ ক্যাটাগরিতে অবস্থানরত কোম্পানিগুলোই ডিজিটাল প্লাটফর্মে এজিএম করার সুযোগ পাচ্ছে।