কুপন রেট ঘোষণা করেছে ২ বন্ড

Posted on December 24, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ড ও এসজেআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ড তাদের বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডটির ট্রাস্টি ৩১ ডিসেম্বর ২০২৫ সময়ের জন্য পঞ্চম বার্ষিকে ১০% কুপন রেট ঘোষণা করে।

এসজেআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডটির ট্রাস্টি ৩১ ডিসেম্বর ২০২৫ সময়ের জন্য পঞ্চম বার্ষিকে ১০% কুপন রেট ঘোষণা করে।

কুপন রেট ঘোষণা করায় আজ লেনদেনে দর বাড়া বা কমার ক্ষেত্রে কোনো সীমা থাকবে না বন্ড ২টির।

২০২১ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে কোম্পানি ২ টি বর্তমানে ‘এ’ ক্যাটগিরিতে অবস্থান করছে।