একমি ল্যাবরেটরিজের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Posted on December 23, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৩-২০২৪ আর্থিক বছরের জন্য ৩৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। কোম্পানির ডিজিটাল প্লাটফর্মের এজিএমে আইএসপি হিসেবে কাজ করেছে ‘স্যাটকম আইটি’ এবং ইস্ক্রুটিনাইজার ছিল “জেসমিন অ্যান্ড এ্যাসোসিয়েটস, চাটার্ড সেক্রেটারিজ”।

উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা। এছাড়াও কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডঃ জাবিলুর রহমান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিসেস জাহানারা মিজান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিস তাসনিম সিনহা, পরিচালক মিসেস সাবরিনা জুনেদ, পরিচালক ফাহিম সিনহা, স্বতন্ত্র পরিচালক দাস দেবা প্রসাদ, স্বতন্ত্র পরিচালক এহসান উল ফাত্তাহ, স্বতন্ত্র পরিচালক কাজী ছানাউল হক, মনোনীত পরিচালক মোঃ আবুল হোসেন, অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স মোঃ হাসিবুর রহমান, কাজী মোহাম্মদ বদরুদ্দিন, এফসিএ, এফসিএমএ, নির্বাহী পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), মোঃ আরশাদুল কবির, এফসিএ, জি এম- ফাইন্যান্স এন্ড একাউন্টস, এবং কোম্পানী সচিব মোঃ মাসুদুর রহমান ভুঁইয়া এফসিএস সভায় উপস্থিত ছিলেন। ’সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ যোগ দান করেন।

সভায় কোম্পানীর ২০২৩-২০২৪ আর্থিক বছরের উল্লেখযোগ্য সকল কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, পরিচালকগণের অবসর ও পুনঃনিয়োগ, নিরীক্ষক নিয়োগ, কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ এবং সর্বোপরি ভবিষ্যতের উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা সমূহ সম্মানিত শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপিত এবং অনুমোদিত হয়।

উক্ত অনুষ্ঠানে যোগদান করে ৪৮তম বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করায় কোম্পানীর চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৬১ টাকা যা ২০২৩ সালে ছিল ১০.৮৯ টাকা, ২০২২ সালে ছিল ৯.৯৮ টাকা, ২০২১ সালে ছিল ৭.৪২ টাকা ও ২০২০ সালে ছিল ৬.৮৫ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১১৮.৩৯ টাকা যা ২০২৩ সালে ছিল ১১০.০৯ টাকা, ২০২২ সালে ছিল ১০২.৫০ টাকা, ২০২১ সালে ছিল ৯৫.০৪ টাকা ও ২০২০ সালে ছিল ৯০ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে নগদ ৩৫ শতাংশ, ২০২৩ সালে নগদ ৩৩ শতাংশ, ২০২২ সালে নগদ ৩০ শতাংশ, ২০২১ সালে নগদ ২৫ শতাংশ ও ২০২০ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৬ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ২১১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০ টি।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ নভেস্বর ২০২৪ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪১.২৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩০.১৭ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .১৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৮.৪৪ শতাংশ শেয়ার।

৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির শর্ট টার্ম লোন ১৪৫৭ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা। লং টার্ম লোন ৬১৬ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকা। একই সময় রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ১৬০৫ কোটি ২৯ লাখ টাকা।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৬২.৬০ টাকা থেকে ৯৪.৫০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৭৭.৬০ টাকা। আজকের ওপেনিং ছিল ৭৭.৯০ টাকা। ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরির অবস্থান করছে।