এপেক্স ফুটওয়ারের ক্রেডিট রেটিং সম্পন্ন

Posted on December 23, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়ার লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এপেক্স ফুটওয়ার লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড। এপেক্স ফুটওয়ার লিমিটেডের এর দীর্ঘমেয়াদে ‘এএ’ রেটিং হয়েছে। আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-৩’।

কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর ২০২৪ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুনগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২.৩৪ টাকা যা ২০২৩ সালে ছিল ১২.৮৬ টাকা, ২০২২ সালে ছিল ১১.৭০ টাকা, ২০২১ সালে ছিল ৯.৩৬ টাকা ও ২০২০ সালে ছিল ৫.৬২ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৪৭৪.৩৭ টাকা যা ২০২৩ সালে ছিল ২৩৯.৬৪ টাকা, ২০২২ সালে ছিল ২৫২.৯৫ টাকা, ২০২১ সালে ছিল ২৫৬.৮১ টাকা ও ২০২০ সালে ছিল ২৪৯.৯৫ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২৩ সালে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২২ সালে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২১ সালে ৩৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ও ২০২০ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।