চুয়াডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

Posted on December 23, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম উপস্থিত থেকে জেলার ৪টি উপজেলার ২শ’ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় তিনি বলেন- গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা বাহিনীর সদস্যরাই এ বাহিনীর প্রাণ। বিভিন্ন সামাজিক সমস্যা যেমন ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদি প্রতিরোধে এবং দুর্যোগের সময় তারা সচেতনতা সৃষ্টি করে ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। ভাতাভোগী ও অন্যান্য স্বেচ্ছাসেবী এসব সদস্যরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষায় ও ভূমিকা পালন করে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের সদয় দিকনির্দেশনা ও উদ্যোগে চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় এ বাহিনীর সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বাহিনী কর্তৃক প্রদত্ত এসব শীতবস্ত্র চুয়াডাঙ্গা জেলার সদস্যদের শীতের কষ্ট লাঘব করবে বলে আশা করি।

শীতবস্ত্র (কোম্বল) বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলন- সার্কেল অ্যাডজুট্যান্ট, আবুল হাসানাত ও লতিফুল আলম, উপজেলা প্রশিক্ষক আরিফুল রহমান, আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, ইউনিয়ন দলনেত্রী তাহমিনা খাতুন, ইউনিয়ন দলনেতা রহমত আলীসহ চুয়াডাঙ্গা ৪ উপজেলার ভাতাভোগী সদস্যগণ।

শীতবস্ত্র বিতরণ শেষে ভাতাভোগী সদস্য সদস্যাদের সাথে জেলা কমান্ড্যান্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।