ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে পিস্তলসহ বিপুল অস্ত্র- মাদক উদ্ধার, আটক ১

Posted on December 23, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরীর কক্ষে চলছিল অস্ত্র ও মাদক কেনাবেচা। পুলিশ বিষয়টি জানার পর অভিযান চালিয়ে পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি একজনকে আটক করে।

রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুমে মিলেছে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক।

পুলিশ জানায়, সরকারি প্রতিষ্ঠানটিতে অস্ত্র ও মাদক কারবারি চলে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার শোবার ঘরে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করেছে পুলিশ। তবে, এগুলোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি খামার ব্যবস্থাপক হাছেন আলীর।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।