নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

Posted on December 23, 2024

কর্পোরেট ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে সব ধরনের সেবা নিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪) প্রধান অতিথি হিসেবে আমিশাপাড়া উপশাখার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এসময় এনআরবিসি ব্যাংকের পরিচালক হাজী মো. লকিয়ত উল্যাহ, সোনাইমুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, সাবেক পৌর মেয়র মোতাহার হোসেন মানিক, চাঁদপুর অঞ্চলের প্রধান মোঃ ফারুক হোসেন, ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর অঞ্চলের প্রধান কাজী মো.জিয়াউল করিম, কুমিল্লা অঞ্চলের প্রধান মো. কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী এহসানুল হক মাসুদ, মঞ্জুরুল আলম সুমনসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে যে আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি সেই লক্ষ্য অর্জনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সকল মানুষ অর্থনৈতিক মুক্তির লক্ষ্য নিয়ে এনআরবিসি ব্যাংকের যে প্রচেষ্টা তা সত্যই প্রশংসনীয়। নতুন এই শাখার কার্যক্রমের মাধ্যমে স্থানীয় শিল্প, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এটিই আমাদের প্রত্যাশা।

ব্যাংকের পরিচালক হাজী মো. লকিয়ত উল্যাহ বলেন, সমাজের সব শ্রেনি-পেশার মানুষদের ভাগ্যোন্নয়নে প্রবাসীদের উদ্যোগে এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। প্রবাসীদের স্বপ্ন হচ্ছে গ্রাম-বাংলার মানুষের উন্নয়ন করা। এনআরবিসি ব্যাংক শাখা-উপশাখার মাধ্যমে ব্যাংকিং সেবা মানুষের দোর-গোড়ায় নিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণে নানামুখী উদ্ভাবনী সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকটি। এই অঞ্চলের মানুষের উন্নয়নে যে ধরনের সেবা প্রয়োজন সেটি প্রদান করবে নতুন এই শাখাটি।

উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোর-গোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে সারাদেশে ১০৯টি শাখাসহ দেড় সহ¯্রাধিক লোকেশন থেকে সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।