ভালুকায় মৎস্য খামার থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Posted on December 23, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় তিন দিন ধরে নিখোঁজ রেদুয়ান (৮)নামে এক শিশুর মরদেহ বাড়ির পাশের মৎস্য খামার থেকে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

নিহত শিশু রেদুয়ান ভালুকা উপজেলার বহুলী এলাকার আশরাফুল আলমের ছেলে।

রোববার (২২ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার নিশিন্দা গ্রামে বাড়ির পাশে মৎস্য খামার থেকে শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রেদুয়ান বাবার বাড়ি থেকে তার মায়ের সাথে নানা বাড়ি নিশিন্দা বেড়াতে আসে। পরে শুক্রবার দুপুর হতে ছেলেটি নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে তাকে কোথাও না পেয়ে রেদুয়ানের বাবা আশরাফুল আলম ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় রোববার ভালুকা মডেল থানায় জিডি করেন। এরমধ্যে অজ্ঞাত এক নম্বর থেকে কল দিয়ে ৪০ হাজার টাকা দাবি করেন। টাকা পাঠালে শিশুটিকে পাওয়া যাবে। পরে রোববার বাড়ির পাশে মৎস্য খামারে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা জানান, আমরা খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।