রানার অটোমোবাইলসের ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

Posted on December 23, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বত:স্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৪ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এবং স্পন্সর পরিচালকদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেয়।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য উক্ত লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ারহোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম এফসিএ, সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান, সভায় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্ত সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারগণ ।

হাফিজুর রহমান খান রানার অটোমোবাইলস পিএলসির চেয়ারম্যান এর দিকনির্দেশনামূলক বক্তব্য এর মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত
ঘোষণা করা হয়

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -.৫৪ টাকা যা ২০২৩ সালে ছিল -৭.৭৫ টাকা, ২০২২ সালে ছিল ২.৪০ টাকা, ২০২১ সালে ছিল ২.৭০ টাকা ও ২০২০ সালে ছিল ১.৯৭ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৬৬.৪৯ যা ২০২৩ সালে ছিল ৬২.৬২ টাকা, ২০২২ সালে ছিল ৬৬.৫০ টাকা, ২০২১ সালে ছিল ৬৫.১৬ টাকা ও ২০২০ সালে ছিল ৬৩.৩৯ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে নগদ ১২ শতাংশ, ২০২২ সালে নগদ ১০ শতাংশ, ২০২১ সালে নগদ ১০ শতাংশ, ২০২০ সালে নগদ ১০ শতাংশ ও ২০১৯ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২ টি।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ নভেস্বর ২০২৪ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৯.৯৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৬.৮৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৩.২৩ শতাংশ শেয়ার।

৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির শর্ট টার্ম লোন ৭০৩ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা। লং টার্ম লোন ৫৯১ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা। একই সময় রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৩৯৪ কোটি ৪৪ লাখ টাকা।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১৮.৮০ টাকা থেকে ৪৮.৪০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৬.৮০ টাকা। আজকের ওপেনিং ছিল ২৬.৮০ টাকা। ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরির অবস্থান করছে।