মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে আগাম তরমুজের ফলনে খুশি চাষিরা। একইসঙ্গে তারা লাভবানও হচ্ছেন। ইতোমধ্যে চাষিরা ক্ষেত থেকে তরমুজ বিক্রি শুরু করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিচ্ছিন্নভাবে কিছু জমিতে তরমুজ চাষ হলেও অনেক আগে থেকে এখানে আগাম তরমুজের চাষ শুরু হয়। এরই মধ্যে সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামের কৃষক চান মিয়া দুই একর জমিতে হাইব্রিড জাতের তরমুজের চাষ করেছে। বর্তমানে তার তরমুজ ক্ষেত থেকে আগাম তরমুজ বিক্রি করে লাভবান হচ্ছেন। রমজান মাসে তরমুজের চাহিদা সবচেয়ে বেশি থাকার ফলে চাষিরা তরমুজ চাষে ঝুঁকছে বেশী।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম জানান, উপজেলায় ৫০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। চাষিদের ফলন বৃদ্ধির জন্য কৃষি অধিদপ্তর বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
টেকনাফে আগাম তরমুজে লাভবান চাষি https://corporatesangbad.com/496792/ |