মুক্তাগাছায় কঙ্কালসহ আটক ২

Posted on December 23, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কঙ্গালসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ। এসময় পলিথিনে মোড়ানো ২টি মাথার খুলিসহ মানবদেহের হাড়গোড় জব্দ করা হয়।

রবিবার (২২ ডিসেম্বর)ভোর সাড়ে ৫ টার দিকে মুক্তাগাছা পৌরসভার গেট থেকে তাদের আটক করে পুলিশ।

এঘটনায় গ্রেফতারকৃতরা হলো-ময়মনসিংহ জেলার কুঠুরাকান্দা এলাকার রুবেল মিয়া(২৪) এবং জামালপুরের রুহিলী চরপাড়ার মনিরুজ্জামান মনির (২৫)।

মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, এ চক্রের সদস্যরা মুক্তাগাছা উপজেলার চেচুয়া এলাকার বিভিন্ন কবরস্থান থেকে লাশ তুলে প্রক্রিয়ার মধ্য দিয়ে কঙ্কাল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে চড়ামূল্যে নির্ধারিত ক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে মুক্তাগাছা পৌরসভার গেটে গাড়ির জন্য অপেক্ষমান দুইজন ব্যাক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২টি মাথার খুলিসহ মানবদেহের বিভিন্ন হাড়গোড় জব্দ করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন এ বিষয়ে বলেন,কঙ্কাল চোর চক্রের সদস্যরা জেলা-উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। তারা প্রথমে কবর থেকে মরদেহ তুলেই গভীর অরণ্য বা পাহাড়ি জনপদে নিয়ে যায়,পরে কেমিক্যালের মাধ্যমে লাশ পচিয়ে গরম পানি দিয়ে ধুয়ে মানবদেহের পূর্ণাঙ্গ কঙ্কাল সংগ্রহ করে। পরে তুলে দেয়া হয় পাচারকারীদের হাতে। এসব কঙ্কাল চলে যায় পাশের দেশ নেপাল ও ভারতের মেডিকেল শিক্ষার্থী-শিক্ষক ও চিকিৎসকদের কাছে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।