আর্গন ডেমিন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

Posted on December 22, 2024

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেমিন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আর্গন ডেমিন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড। আর্গন ডেমিন্স লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএ-’ রেটিং হয়েছে। আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক গুনগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়,২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .৬৮ টাকা যা ২০২২ সালে ছিল .৫২ টাকা, ২০২১ সালে ছিল .৭১ টাকা, ২০২০ সালে ছিল ১.৫৩ টাকা ও ২০১৯ সালে ছিল ৩.০৬ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ২৪.১৩ টাকা যা ২০২২ সালে ছিল ২৪.৪৪ টাকা, ২০২১ সালে ছিল ২৬.১৫ টাকা, ২০২০ সালে ছিল ২৭.২১ টাকা ও ২০১৯ সালে ছিল ২৭.৯৩ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায় , বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, ২০২০ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ও ২০১৯ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।