কর্পোরেট ডেস্ক: কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়িয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন ওয়ালটনের সিনেডি (CiNEd), সিনেক্সা (CiNEXA) এবং এসিসি (ACC) ব্র্যান্ডের ২২ ইঞ্চি পর্যন্ত সকল মডেলের মনিটরে ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ক্রেতারা।
জানা গেছে, ওয়ালটন ও এসিসি ব্র্যান্ডের ২১.৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের প্যানেল ও মাদারবোর্ডের যন্ত্রাংশে ৩ বছরের ওরারেন্টি সুবিধা পাওয়া যাবে। ১৬ই ডিসেম্বর ২০২৪ থেকে কেনা ২১.৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের সকল মডেলে এই সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।
ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ বলেন, বিশ্বমানের কোয়ালিটি ও অত্যাধুনিক ফিচারের কারণে ওয়ালটন মনিটর ক্রেতাদের আস্থায় পরিণত হয়েছে। সর্বাধুনিক বিশ্বমানের মনিটরের পাশাপাশি ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধার এই ঘোষণা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ক্রেতাদের মনে মনিটর পণ্য সম্পর্কে আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় করবে।
এছাড়াও ওয়ালটনের রয়েছে বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচারযুক্ত ২৪ ইঞ্চি ও ২৭ ইঞ্চি মনিটর। ওয়ালটনের সকল মনিটরে বর্তমানে বেশকিছু অফার চলমান আছে।
সকল মডেলের মনিটরে অনলাইন অর্ডারে চলছে ১০% ফ্ল্যাট ডিসকাউন্ট (বিস্তারিতঃ https://waltondigitech.com/discount-offer। ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফ্রি হোম ডেলিভারি সুবিধায় ক্রেতাগণ এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এছাড়াও এক্সচেঞ্জ অফারের আওতায় নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে সচল বা অচল মনিটর এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন মনিটর ক্রয় করার সুবিধাও রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়ালো ওয়ালটন https://corporatesangbad.com/496666/ |