আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: এতো শীত এলো গেলো ইরাম করে কম্বল কেউ দিইনি, শীতির কম্বল পেয়ে রাতি ওমে হবেনে, ভালো করে ঘুমতি পারবানে- দূর্বার সংগঠনের কম্বল পেয়ে কথা গুলো বলছিলো বংকিরা গ্রামের প্রতিবন্ধী সায়েম সরদার ওরফে মেছের।
ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের তরুণ্যের অরাজনৈতিক সামাজিক সংগঠন দূর্বার এর উদ্যোগে আশিটি দরিদ্র ব্যক্তির পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করে। কম্বল পেয়ে বংকিরা, হাজরা, গোবিন্দপুর গ্রামের এ সকল সহজ- সরল মানুষের মুখে হাঁসি ফুটে ওঠে।
শুক্রবার সকাল দশটায় স্কুল মাঠে ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব হায়দার আলীর সভাপতিত্বে কম্বল বিতরণ আয়োজনে স্বাগত বক্তব্য দেয় সংগঠনের সভাপতি সাজ্জাদুল হক রকি।
উপস্থিত ছিলেন প্রতিভাস ঝিনাইদহের পরিচালক সাকিব মোহাম্মদ আল হাসান,বংকিরা পুলিশ ক্যাম্পেন ইনচার্জ আলমগীর হোসেন উপদেষ্টা সদস্য আনোয়ার পাশা বিদ্যুৎ, শিক্ষক মাসুদুর রহমান, ব্যবসায়ী হামিদুর রহমান, বাউল সাধক লতিফ সাইজিসহ দূর্বার সংগঠনের সাধারণ সম্পাদক তন্ময় চক্রবর্তী, জসিম উদ্দীন,আল আমিন হোসাইন,উন্নত চক্রবর্তী, শিহাব আহমেদ সহ দুর্বার এর সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল রানা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ঝিনাইদহে দুর্বার তারুণ্যের শীত বস্ত্র বিতরণ https://corporatesangbad.com/496649/ |