নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের বেইলি ব্রিজটি ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে গেছে। ফলে ওই লেনে যান চলাচল বন্ধ আছে। ব্রিজ ভেঙে পড়ায় ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) ভোরে একটি ডাম্প ট্রাক বেইলি ব্রিজের মাঝে আসার পরই তা ভেঙে তুরাগ নদে পড়ে। এতে আহত হন ট্রাকের চালক ও সহকারী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে ব্রিজের উপরে ফ্লাইওভার চালু আছে এবং পাশে আরো একটি বেইলি ব্রিজ থাকায় তেমন ভোগান্তি নেই যাত্রীদের।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পথে চলাচলকারীদের বিকল্প পথে চলতে অনুরোধ জানিয়ে একটি পোস্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ https://corporatesangbad.com/496614/ |