নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের রায়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের প্রশাসনিক ক্ষমতা ফিরে পেলেন। চেয়ারম্যানদের পক্ষে এক রীট পিটিশনের মাধ্যমে জেলা প্রশাসকের জারি করা প্রজ্ঞাপন তিন মাসের স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। সেই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সহকারী সচিব ইউপি শাখা, মানিকগঞ্জের জেলা প্রশাসক, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে (ভূমি) রুল জারি করেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে আদেশ দিয়েছেন বলে রীটকারী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম শুক্রবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তিনি।
বাদী পক্ষের আইনজীবী জানান, গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক স্বাক্ষরিত এক চিঠিতে সিংগাইর উপজেলার সদর ইউপি চেয়ারম্যান ব্যতিত ১০ চেয়ারম্যান ধারাবাহিক অনুপস্থিতির কারণে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেন। উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রশাসক হিসেবে দায়িত্ব দেন। যার প্রেক্ষিতে চেয়ারম্যানদের পক্ষ থেকে জামশা ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দায়ের করেন।
গত ৯ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে জেলা প্রশাসকের দেয়া আদেশকে ৩ মাসের জন্য স্থগিত করে বিবাদীদের রুল জারি করেন। আদালতের আদেশের কপি জেলা প্রশাসকের অফিসে জমাও দিয়েছেন বলে বাদীপক্ষের আইনজীবী জানান।
সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. গোলাম রহমান ভূইয়া,মিস শামীমা সুলতানা( দিপ্তি), সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)মো. এমদাদুল হানিফ,সুমাইয়া আজিজ ও এবিএম ইব্রাহীম খলিল।
হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে রীটের আবেদনকারী জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বিগত সময়ে আমরা জনগণের সেবা করছি,ভবিষ্যতেও করতে চাই। এজন্য প্রয়োজন প্রশাসনসহ সকলের সহযোগিতা।
এ প্রসঙ্গে ১০ ইউপি চেয়ারম্যানের প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসক মহোদয়ের চিঠির মাধ্যমে তার নির্দেশ মোতাবেক ১০ ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আদালত যদি ওই আদেশ স্থগিত করে থাকেন সেক্ষেত্রে ডিসি স্যারের নির্দেশ মোতাবেক দায়িত্ব ছেড়ে দিব। জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করবেন এটাই স্বাভাবিক।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর এ উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম চালালেও ধারাবাহিক অনুপস্থিতর কারণে জেলা প্রশাসক তাদের ক্ষমতা সহকারী কমিশনারের (ভূমি) ওপর অর্পণ করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিংগাইরে ১০ ইউপি চেয়ারম্যান ফিরে পেলেন প্রশাসনিক ক্ষমতা https://corporatesangbad.com/496595/ |