তারাকান্দায় মাইক্রোবাস চাপায় মোয়াজ্জিন নিহত

Posted on December 20, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাস চাপায় মো.সাইনউদ্দিন (৫৫) নামে স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে তারাকান্দা–শ্যামগঞ্জ সড়কের কাকুরা কামিল মাদ্রাসা ও জামে মসজিদের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত সাইনউদ্দিন তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে এবং স্থানীয় কাকুরা কামিল মাদ্রাসা ও জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান,জুমআর আজানের প্রস্তুতি নিয়ে মোয়াজ্জিন মো.সাইনউদ্দিন রাস্তা পারাপারের সময় নেত্রকোণা থেকে ধারা বাজারগামী একটি মাইক্রোবাস সাইনউদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তারাকান্দা থানা পুলিশের এসআই শরিফুজ্জামান শরিফ জানান,ঘটনাস্থলে মোয়াজ্জিনের মৃত্যুর পর স্থানীয়রা ঘাতক মাইক্রোবাস (রেজি নং-ঢাকা মেট্রো চ-১২-০৯৬৭)সহ মাইক্রোবাসটির চালককে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আমি এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা মাইক্রোবাসের চালক মোকসেদুলকে উদ্ধার করি। ঘাতক মাইক্রেবাসটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।