![]() |

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের চাপাতলা এলকা দিয়ে ভারতে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে চাপাতলা গ্রামের একটিচ গোলাপ বাগান থেকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক সুপ্রদিপ হালদার ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার থোয়ারা ঘোষপাড়া গ্রামের সুভাষ হালদারের ছেলে।
শুক্রবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেথ করা হয়, সুনিদ্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুরের কুসুমপুর বিজিবির সদস্যরা সীমান্ত পিলার-৬১/২০-আর হতে ২০০ গজ বাংলাদেশের মধ্যে ওৎ পেতে ছিল। এ সময় ভারতীয় নাগরিক সুপ্রদিপ হালদার স্থানীয় একটি গোলাপ বাগানের মধ্যে দিয়ে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহল দল তাকে আটক করে।
এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্টি এ্যাক্ট এর ৪ ধারায় মামলা হয়েছে। একই দিন মহেশপুরজীবননগর সীমান্তের মাধবখালী গ্রাম থেকে ১৯টি বস্তায় ৬৬১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। চোরাকারবারী ও হাসুয়া নিয়ে বিজিবির দিকে ছুটে আসলে বিজিবি সদস্যরা এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। উদ্ধারকৃত ফেনসিডিলের মুল্য দুই লাখ ৬৪ হাজার বলে বিজিবি জানায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় নাগরিক আটক https://corporatesangbad.com/496533/ |