কর্পোরেট ডেস্ক: ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০২৪) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ও প্রধান কার্যালয়ের নির্বাহীগণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার শাখাসমূহের সম্মানিত আমানতকারী, বিনিয়োগ গ্রহীতা, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের সাথে প্রতিটি শাখায় মতবিনিময় করেন।
সভায় আমানতকারীদের আস্থা বৃদ্ধিসহ ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে ইউনিয়ন ব্যাংকের কর্মপরিকল্পনা আগত অতিথিদের মাঝে তুলে ধরা হয়।গ্রাহকবৃন্দ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহীবৃন্দদের কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তাঁদের সাথে মতবিনিময়ের জন্য ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা আরো বলেন, ইউনিয়ন ব্যাংক আমাদেরই ব্যাংক, আমরা ইউনিয়ন ব্যাংকের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইউনিয়ন ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত https://corporatesangbad.com/496508/ |