শেরপুর প্রতিনিধি: সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার গারো পাহাড়ের দুধনই তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি খোরশেদ আলম ঝিনাইগাতী উপজেলার দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে এসআই আবুল হাসেম ও এএসআই শামছুল হক সঙ্গীয় পুলিশ নিয়ে গারো পাহাড়ের দুধনই তালতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা হবে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আল আমিন মাদকসহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদককারবারি খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে শেরপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার https://corporatesangbad.com/496505/ |