সোশ্যাল ইসলামী ব্যাংকের শ্রীনগর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Posted on December 19, 2024

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের শ্রীনগর শাখার উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর,২০২৪) গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত।

শ্রীনগর শাখার ব্যবস্থাপক মোঃ লোকমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নাল আবেদীন এবং মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান সামিয়া তাহসিন। সমাবেশে দুই শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন। সমাবেশে উপস্থিত গ্রাহকগণ সোশ্যাল ইসলামী ব্যাংক-কে এগিয়ে নিতে তাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, গ্রাহক সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি। তাই চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি সবাইকে এসআইবিএল এর উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত এই ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং নির্বিঘ্নে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।