কেরাণীগঞ্জে ব্যাংক জিম্মি করা ৩ ডাকাতের আত্মসমর্পণ

Posted on December 19, 2024

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখার কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে রাখা ৩ ডাকাত আত্মসমর্পণ করেছেন।এসময় তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত র‌্যাব কর্মকর্তা খালিদ হাসান এ তথ্য জানায়।

তিনি বলেন, ‘ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’ ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।

ডাকাত দলটির আটক হওয়া ৩ সদস্যই কি ব্যাংকে হানা দিয়েছিল, জানতে চাইলে এ র‍্যাব কর্মকর্তা জানান, ব্যাংকের ভেতরে ৩ জন ছিলেন। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া ৩ জনের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে বলে জানান তিনি।

র‌্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রুপালি ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। ব্যাংকের ভল্ট ভাঙতে পারেননি ডাকাতরা। জিম্মিরা সবাই অক্ষত রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।