শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ

Posted on December 19, 2024

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। কয়েকদিন আগেই বক্স-অফিস মাতান তার অভিনীত সিনেমা। এবার প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এক হোটেলে এক আয়োজনে পোস্টারটি প্রকাশ হয়। দাউ দাউ পুড়ছে নগর। পোড়া শহরের উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার! আর রক্তে মাখা বিলাসবহুল গাড়ির উপর পিস্তল হাতে সুপারস্টার শাকিব খান! কারো উদ্দেশে যেন তিনি বলছেন ‘খামোশ’। এমন আবহই ফুটে উঠেছে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘বরবাদ’-এর মোশন পোস্টারে।

শাকিব খানের ফেসবুক পেজেই ফাস্টলুক মোশন পোস্টার শেয়ার করেছেন। ফাস্টলুক মোশন পোস্টার সামনে এনে শাকিব খান বলেন, সিনেমাটি আমার সব সিনেমাকে এটা ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, দিঘীসহ অনেকেই।

বর্তমানে ‘বরবাদ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব। গেল ২০ অক্টোবর শুটিং শুরু হয়েছিল সিনেমাটির। ‘বরবাদ’র বেশির ভাগ শুটিং মুম্বাইতে হয়। ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এটি নির্মাণ মেহেদী হাসান হৃদয়।

‘বরবাদ’ সিনেমায় শাকিব ছাড়া আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই। এ ছাড়া, বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।