যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করেছে রেনাটা

Posted on December 19, 2024

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি যুক্তরাষ্ট্রের বাজারে রোসুভাস্টাটিন রফতানি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ওষুধটি মূলত উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে ও হৃদরোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। রেনাটা জানিয়েছে ওষুধটি রোলিপ নামে বেশি পরিচিত । রোলিপের ৪ টি ডোজের ট্যাবলেট রয়েছে যা ৫,১০,২০ ও ৪০ মিলিগ্রাম। এটি রোসুভাস্টাটিনের জন্য বাংলাদেশের বাজারে শীর্ষস্থানীয় এবং সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড গুলোর মধ্যে একটি।

ডিএসই সূত্র মতে, ২০২৪ সালে রেনাটা কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১.৫৩ টাকা যা ২০২৩ সালে ছিল ২০.৪০ টাকা, ২০২২ সালে ছিল ৪৭.৬৮ টাকা, ২০২১ সালে ছিল ৫১.৯৪ টাকা ও ২০২০ সালে ছিল ৪৫.২৯ টাকা।

গত ৫ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ২৯৫.৫৬ টাকা যা ২০২৩ সালে ছিল ২৬৬.৮৭ টাকা, ২০২২ সালে ছিল ২৭৪.৩৯ টাকা, ২০২১ সালে ছিল ২৬৩.৮৫ ও ২০২০ সালে ছিল ২৪৫.৬৫ টাকা।

পর্যবেক্ষনে দেখা যায়, ১৯৭৯ সালে পুঁজিবাজারে আসা রেনেটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ কোম্পানি জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসাবে বাংলাদেশে যাত্রা শুরু করে। ১৯৯৩ সালে ফাউজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানিটির নাম ফাইজার লিমিটেড এর বদলে হয় রেনাটা লিমিটেড।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা । রিজার্ভে রয়েছে ৩ হাজার ২৭২ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০।