নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী কড়াইলের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে লেক সংলগ্ন বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে রাস্তায় যানজট থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
স্থানীয়রা জানায়, বিকেল সোয়া ৪টার দিকে লেক সংলগ্ন বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার মতো সেখানে আগুন জ্বলতে দেখা যায়। প্রথমে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে প্রায় শতাধিক ঘর পুড়েছে। বেশিরভাগ ঘর বাঁশ কাঠের হওয়ায় এবং ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুনের খবর পেয়ে আশপাশের ৩টি স্টেশন থেকে প্রথমে ৭টি এবং পরে ৭ টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে, রাস্তায় যানজট থাকার কারণে কিছুটা দেরি হয়েছে। তবে, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় বিকেল সোয়া ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। লেকের পাশে হওয়ায় পানি পেতে খুব একটা সমস্যা হয়নি এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে, কড়াই বস্তিতে আগুন না থাকলেও এখনো ধোঁয়া বেড় হতে দেখা গেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে https://corporatesangbad.com/496288/ |