মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

Posted on December 18, 2024

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব নামক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছবি (২৫) নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালের দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ছবি মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার খোকন ড্রাইভারের মেয়ে।

জানা গেছে, সকালের দিকে ছবি তার এক নিকট আত্মীয়র সঙ্গে মোটরসাইকেল যোগে গাংনী যাচ্ছিলেন। পথিমধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল ছবিকে বহন করা মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ছবি রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

পরে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়ার পথে ছবির মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে ছবির নিকট আত্মীয়রা হাসপাতালে এসে তার লাশ সনাক্ত করেন।