কর্পোরেট ডেস্ক: ২০২৩-২৪ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণে দ্বিতীয় স্থান অর্জন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। বুধবার (১৮ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস- ২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল রেমিট্যান্স অ্যাওয়াডর্টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ এর নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর মাননীয় উপদেষ্টা আসীফ মাহমুদ সজীব ভূঁইয়া। অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স আহরণে অবদান রাখার স্বীকৃতিস্বরুপ এই গৌরব অর্জন করে সোশ্যাল ইসলামী ব্যাংক।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রেমিট্যান্স আহরণে দ্বিতীয় স্থান অর্জন করলো সোশ্যাল ইসলামী ব্যাংক https://corporatesangbad.com/496246/ |