ইছামতী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Posted on December 18, 2024

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বেনাপোল সীমান্তে ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পাচভুলট বিওপি এলাকার ইছামতি নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে মরদেহটি উদ্ধার করেন তারা।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরসীদ আহমেদ জানান, কে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এমনকি মরদেহটির পরিচয়ও শনাক্ত হয়নি।

সকালে পাচভুলট বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং সীমান্তের শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিল।

মরদেহটি উদ্ধার করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে মরদেহটি এখানে এলো এবং এই হত্যাকান্ড কীভাবে ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।