স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমিতে সীমিত আয়োজনে অনুষ্ঠিত হলো ফিফা বর্ষসেরা পুরস্কারের আয়োজন, ‘ফিফা দ্য বেস্ট ২০২৪’। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
জাতীয় দলের জার্সিতে উল্লেখযোগ্য অর্জন না থাকলেও ক্লাবের হয়ে পূর্ণ ভিনি। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ জিতেছেন, ২০২৩-২৪ মৌসুমে রিয়াল জার্সিতে ৩৯ ম্যাচে ২৪ গোল। পরিসংখ্যান ছাপিয়ে, তার আগ্রাসী ফুটবল, প্রতিপক্ষের আতঙ্ক। সেই ভিনি দ্য বেস্ট হাতে বিনয়ী।
ফিফা দ্য বেস্টজয়ী ভিনিসিয়ুস জুনিয়র বলেন, স্বপ্ন সত্যি হলো। সে সাধারণ জায়গা থেকে এই পর্যায়ে এসেছি, তা অবিশ্বাস্য ছিল, কিন্তু অসম্ভব নয়। যারা বড় স্বপ্ন দেখেন, এটি তাদের জন্য উদাহরণ। তবে আমি এখানেই থামতে চাই না।
এদিকে ফিফার বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন আইতানা বোনমাতি। বার্সেলোনা ও স্পেনের এই মিডফিল্ডার টানা দ্বিতীয়বার পুরস্কারটি জিতলেন।
প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চমৎকার ওভারহেড গোল করে পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন আলেহান্দ্রো গারনাচো। শিকাগো রেড স্টার্স ও যুক্তরাষ্ট্রের এলিসা নায়েহের জিতেছেন বর্ষসেরা গোলকিপারের পুরস্কার। বছরের সেরা পুরুষ গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ও দুইবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এমিলিয়ানো মার্তিনেজ।
বর্ষসেরা নারী কোচ হয়েছেন এমা হায়েস। যুক্তরাষ্ট্রের কোচ প্যারিসে অলিম্পিক স্বর্ণ জিতেছেন। বছরের সেরা পুরুষ কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি।
ব্রাজিলের নারী ফুটবল লিজেন্ড মার্তাও পুরস্কার জিতেছেন। বর্ষসেরা গোলের জন্য প্রথম মার্তা অ্যাওয়ার্ড উঠেছে তার হাতে।
বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র
বর্ষসেরা নারী: আইতানা বোনমাতি
বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি
বর্ষসেরা নারী কোচ: এমা হেইস
বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ
বর্ষসেরা নারী গোলকিপার: অ্যালিসা নায়েহার
পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো
মার্তা অ্যাওয়ার্ড: মার্তা
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা
বর্ষসেরা পুরুষ দল: এমিলিয়ানো মার্তিনেজ, দানি কারভাহাল, রুবেন দিয়াস, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড, ভিনিসিয়ুস জুনিয়র।
মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কারপ্রাপ্তদের। ৭৫ শতাংশ অবদান থাকে তাদের। বাকি ২৫ শতাংশ আসে দর্শকদের ভোটে। তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন যারা https://corporatesangbad.com/496179/ |