পটুয়াখালী ব্যবসায়ীর গোডাউনে সরকারি ২৫ বস্তা চাল

Posted on December 17, 2024

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে এক মোদি দোকানদারের গোডাউনে দেখা মিললো সরকারি ৩০ কেজি চালের ২৫টি বস্তা। সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের লাউকাঠী বাজারে বরুন দাসের গোডাউনে এই চাল দেখা যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে ওই বাজারে দাস এন্ড ব্রাদার্স নামে বরুন দাসের গোডাউন সরকারি চালের বস্তার সত্যতা মিলে।

এসময় ব্যবসায়ী বরুন দাসের কাছে সরকারি চালের বিষয়ে জানেন চাইলে তিনি বলেন, আমি মোশাররফ নামে এক ডিলারের থেকে এসব চালের বস্তা ক্রয় করেছি। মোশারফ বলেছেন কোন সমস্যা হলে সে এবিষয় দেখবেন।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি কে বিষয়টি অবহিত করা হলে সে জানান, সরকারি চাউল খোলা বাজারে বিক্রির কোন বৈধতা নেই। বিষয়টি দেখতেছি।