ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

Posted on December 17, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হেলেনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ‍্য নিশ্চিত করেছেন।

মৃত হেলেনা বেগম নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের নেটিরকান্দা গ্রামের আব্দুল হাদীর মেয়ে।

ডা. মুন আরও বলেন, হেলেনা বেগম সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মারা যান।

তিনি আরও বলেন, বতর্মানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জন রোগী চিকিৎসাধীন আছে। এর মাঝে পুরুষ ১২ জন, নারী ৬ জন ও দুইজন শিশু চিকিৎসাধীন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন ভর্তি হয়েছেন।